Sunday, July 8, 2018

নেইমারকে নিয়ে মজা করছে পর্তুগালও

পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ফেসবুক পেজে নেইমারের এই ছবি ব্যবহার করা হয়েছে।

রাশিয়া বিশ্বকাপে মাঠে ‘ডাইভ’ দেওয়ার জন্য তুমুল সমালোচনার শিকার হচ্ছেন নেইমার। পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট অবশ্য নেইমারের নাটুকেপনা ব্যবহার করেছে ইতিবাচকভাবে।
সচেতনতা বাড়াতে নেইমারের এই বিতর্কিত অভ্যাসকে ব্যবহার করেছে তারা.

এবার বিশ্বকাপে নেইমারের ড্রিবলিং ক্ষমতার চেয়ে এই অভিনয়দক্ষতাটুকুই বেশি করে চোখে পড়েছে। আইএনইএম তাঁর এই বিতর্কিত দক্ষতাটুকুই সামাজিক সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করেছে। কীভাবে? শুক্রবার তারা নিজেদের ফেসবুক পেজে নেইমারের মাঠে পড়ে যাওয়ার একটি ছবি পোস্ট করে। সেই ছবির ওপর আইএনইএম লিখেছে, দেশটির জরুরি স্বাস্থ্যসেবা পেতে ১১২ নম্বরে যত ফোন আসে, তার মধ্যে ৭৫.৮ শতাংশই ‘জরুরি নয়’—মানে ফোন কলগুলো এলে প্রাথমিকভাবে যা মনে হয়, অতটা গুরুত্বপূর্ণ নয়।

এ থেকে কী বোঝা গেল? নেইমার যেমন ট্যাকলের পর সুবিধা আদায় করতে গিয়ে যা নয়, তার চেয়ে বেশি দেখিয়ে ফেলেছেন। পর্তুগিজরাও জরুরি স্বাস্থ্যসেবায় ‘অ-জরুরি’ সাহায্য চেয়ে খামোখাই ব্যস্ত রাখেন জরুরি সেবার নম্বর। দেশের নাগরিকেরা যেন এই কাজ না করেন, তা বোঝাতেই নেইমারের ‘ডাইভ’ দেওয়ার ছবিটা কাজে লাগিয়েছে আইএনইএম।


No comments:

Post a Comment